নিজস্ব সংবাদদাতাঃ আর মাত্র ৫টা দিন পরেই বড়দিন বা ক্রিসমাস। এর মধ্যেই ফের রাজ্যে এল কোভিডের আতঙ্ক। ক্রিসমাসে বিপুল জনসমাগম ঘটে। আর এই সমাগম নিয়েই উদ্বেগে রয়েছে রাজ্য সরকার। নতুন কোভিড ভ্যারিয়েন্টের দেখা মিলেছে। কোভিডের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক করেছে কলকাতা পুরসভা।
জনসমাবেশ নিয়ে নতুন গাইডলাইন প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। ভিড় ও জনসমাবেশে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। বয়স্ক ও অসুস্থদের ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।