নিজস্ব সংবাদদাতা: কালিয়াচক কাণ্ড আসছে বড়পর্দায়। তবে শুধুই ক্রাইম, খুন, জখমের কাহিনি নিয়ে নয়, সমাজ, পরিবার, পরিস্থিতি সবই থাকবে ছবিতে। আর এই ছবির ঝলকেই লোভ, হিংসা, প্রতিশোধ, খুন, রক্তের মোড়কে তৈরি ট্রেলারে পুলিশ অফিসারের ভূমিকায় ধরা দিলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। মুক্তি পেল রাতুল মুখোপাধ্যায় পরিচালিত ‘কালিয়াচক চ্যাপ্টার ১’ ছবির ট্রেলার। সম্প্রতি কলকাতার এক পাচঁতারা হোটেলে ছবির কলাকুশলীদের নিয়ে জমজমাট হয়ে উঠেছিল ট্রেলার লঞ্চের অনুষ্ঠান।
/anm-bengali/media/post_attachments/a4e972064624c9aa652a3a0efe3e3f6021d22ade1b0a7bd9f27720b89eee4828.jpg)
কয়েক বছর আগে কালিয়াচকে বছর ১৯-এর তরুণ মহম্মদ আসিফ ঠান্ডা মাথায় নিজের পরিবারের চার সদস্যকে খুন করেছিলেন। পরে পুলিশ তাঁদের পচাগলা দেহ উদ্ধার করে। পুলিশ জানায়, আসিফ হ্যাকিংয়ে দক্ষ ছিলেন। পাশাপাশি, পরিবারের সদস্যদের খুন করার কথা স্বীকার করার পরেও তাঁর মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা ছিল না বলেই জানায় পুলিশ। কালিয়াচকের এই হত্যাকাণ্ডের প্রেক্ষাপটেই তৈরি হয়েছে রাতুলের ছবিটি।

এই ছবির মাধ্যমে উঠে আসছেন নতুন নায়ক, অসীম আখতার। সোশ্যাল মিডিয়ায় তিনি কনটেন্ট ক্রিয়েটার হিসেবে জনপ্রিয় হলেও এই ছবিতে দর্শক তাঁকে দেখবেন একেবারে অন্য রূপে। ছবিতে অতিথি শিল্পীর চরিত্রে থাকছেন আরও এক জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার কনটেন্ট ক্রিয়েটার মৃন্ময় দাস। ‘সাঁই বাংলা ফিল্মস’ এবং নয়ন রাজের প্রযোজনায় আগামী ১৪ জুন বড়পর্দায় আসছে ‘কালিয়াচক চ্যাপ্টার ১’। ছবিতে নবাগত অসীম ও অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে পার্থসারথী, দেবপ্রসাদ হালদার, দেবপ্রতীম দাশগুপ্ত, প্রতীশ ঘোষকে। অতনু তানুজ ঘোষের চিত্রনাট্যে তৈরি হয়েছে ছবিটি।
/anm-bengali/media/post_attachments/b4d93c88bcc0a377b6719e0a3964cb3c5d0cb2234a1cbaaa9056fb3402deaad4.webp)