নিজস্ব সংবাদদাতাঃ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রবিবার বলেছেন, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের মধ্যে অন্তত ১৩ হাজার 'সন্ত্রাসী' রয়েছে।
গত ৭ অক্টোবর হামাস জঙ্গিরা ইসরায়েলে হামলা চালিয়ে ১২০০ জনকে হত্যা ও ২৫৩ জন জিম্মিকে আটক করার পর থেকে শুরু হওয়া পাঁচ মাস ধরে চলা যুদ্ধে গাজায় প্রায় ৩১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বেসামরিক নাগরিক ও হামাস জঙ্গিদের মধ্যে নিহতের সংখ্যা প্রকাশ না করলেও জানিয়েছে, নিহতদের ৭২ শতাংশই নারী ও শিশু। হামাস জঙ্গিদের জন্য ইসরায়েলের হতাহতের ঘটনাকে 'ভুয়া বিজয়' দেখানোর চেষ্টা বলে প্রত্যাখ্যান করেছে।
নেতানিয়াহু জানিয়েছে, "আমরা বিজয়ের খুব কাছাকাছি আছি। রাফায় অবশিষ্ট সন্ত্রাসী ব্যাটালিয়নের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া শুরু হলে তীব্র পর্যায়ের লড়াই শেষ হতে আর মাত্র কয়েক সপ্তাহের ব্যাপার।"