নিজস্ব সংবাদদাতা: যুদ্ধ বিধ্বস্ত ইসরায়েলে আটকে ছিল তারা। চোখের সামনে দেখেছে মুহুর্মুহু বোমাবর্ষণ। হারিয়েছে নিজেদের সঙ্গীকেও। এমন অবস্থায় চোখেমুখে একরাশ ভয় নিয়ে দেশে ফিরলেন নেপালের পড়ুয়ারা। নেপালি শিক্ষার্থীদের প্রথম ব্যাচকে নিয়ে নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৌঁছাল বিশেষ বিমান। এদিন ভোররাতেই বিমানবন্দরে ল্যান্ড করে এই বিশেষ বিমান।
এক্ষেত্রে নেপালের পররাষ্ট্রমন্ত্রী নারায়ণ প্রকাশ সৌদ বলেছেন, "এখন পর্যন্ত, মোট ৫৫৭ জন নেপালি নাগরিক নিজেদের নাম নথিভুক্ত করেছেন। যার মধ্যে ৫০৩ জন নেপালে ফিরে আসতে চেয়েছেন। এর মধ্যেই মোট ২৫৪ জন ছাত্রকে প্রথম ধাপে ফিরিয়ে আনা হল”।