নিজস্ব সংবাদদাতা: ফের নাম বিতর্ক। বদলে দেওয়া হল নেহরু মেমরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরির নাম। কেন্দ্রের তরফে এই মিউজিয়ামের নাম বদলে রাখা হল প্রাইম মিনিস্টার’স মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোস্যাইটি। এদিন নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরির এগজেকিউটিভ কাউন্সিলের চেয়ারপার্সন নৃপেন্দ্র মিশ্র এই নাম পরিবর্তনের কথা ঘোষণা করেন। ৭৭তম স্বাধীনতা দিবসেই কেন্দ্রের তরফে এই ঘোষণা করা হয়।
এদিন মিউজিয়ামের পক্ষ থেকে টুইট করে জানানো হয়, “নেহরু মেমরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি এবার থেকে প্রাইম মিনিস্টারস মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোস্যাইটি নামে পরিচিত হবে। ১৪ অগস্ট থেকে এই নাম কার্যকর হয়েছে”। আর এই নাম বদল হতেই ফের নতুন করে উত্তপ্ত রাজ্য রাজনীতি।