নিজস্ব সংবাদদাতা: অবশেষে পাওয়া গেল রাষ্ট্রপতির মান্যতাও। কংগ্রেসের সর্বপরি বিরোধীদের বিরোধীতাও ধোপে টিকল না। বদলেই যাচ্ছে নেহেরু মিউজিয়ামের নাম।
যা জানা যাচ্ছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি (NMML) এর নাম পরিবর্তনে অনুমোদন দিয়েছেন। এই সংক্রান্ত গেজেট পেশ হয়েছে রাষ্ট্রপতি ভবন থেকে। ফলে এরপরে নেহেরু মিউজিয়াম পরিচিত হবে ‘প্রধানমন্ত্রীর জাদুঘর’ হিসেবে।