নিজস্ব সংবাদদাতা: ক্যানিংয়ের হাটপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের পোলের মোড় এলাকার সাত বছরের এক শিশু, নাম ইজাজ ঘরামি প্রতিদিনের মতো রাতের বেলায় বালিশ মাথায় দিয়ে শুতে গেছিল। কিন্তু, বালিশে মাথা দিতেই প্রচন্ড চিৎকার করে উঠলো সে।
মাথা থেকে গলগল করে রক্ত বেরোতে লাগলো। বালিশ ভিজে গেল লাল রক্তে। বাড়ির লোকজন খোঁজ করে জানতে পারলো যে, বালিশের উপর পড়েছিল জরির কাজ করার সুঁচ। বাচ্চাটির বাড়ির প্রত্যেকে জরির কাজ করেন। তাই বাড়ি জুড়েই ছড়িয়ে ছিটিয়ে থাকে জরির কাজের বিভিন্ন জিনিসপত্র। কিন্তু বাচ্চার বালিশের ওপরে আস্ত একটা সুঁচ পড়েছিল সে বিষয়ে খেয়াল ছিল না কারোরই।
এই ঘটনার পরই তড়িঘড়ি করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ওই শিশুকে। এরপর শিশুর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তারপর তাকে নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা হাসপাতালে। চিকিৎসকদের দীর্ঘ প্রচেষ্টায় ওই শিশুর মাথার অপারেশন করা হয়। প্রায় তিন ঘণ্টা পর শিশুর মাথা থেকে সুঁচ বের করতে সক্ষম হন চিকিৎসকরা। এই মুহূর্তে ওই শিশুটির অবস্থা স্থিতিশীল।