নিজস্ব সংবাদদাতাঃ বিশেষ করে রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর নেতৃত্বাধীন জান্তা আর্মি ও জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে লড়াই বেড়ে যাওয়ায় মায়ানমারের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে বুথিডংয়ে বৌদ্ধ ও হিন্দুদের প্রায় পাঁচ হাজার বাড়ি পুড়ে যাওয়ার খবরে উত্তেজনা সাম্প্রদায়িক রূপ নিয়েছে।
সূত্রে খবর, 'বৌদ্ধ ও হিন্দুদের হওয়ায় ওই পাঁচ হাজার বাড়িকে টার্গেট করা হয়েছে। বেশিরভাগ লোক নিরাপদ অঞ্চলে পালিয়ে গিয়েছিল, তাই অনেক বাড়ি খালি ছিল, কিন্তু যারা ছিল তাদের বের করে আনা হয়েছিল এবং তাদের চোখের সামনে তাদের বাড়িঘর লুট ও জ্বালিয়ে দেওয়া হয়েছিল। বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পের অল্পবয়সী ছেলেদের নিয়ে এই মহড়ায় ব্যবহার করা হচ্ছে।"
বুথিডং এখন বিদ্রোহী নৃগোষ্ঠী আরাকান আর্মির সম্পূর্ণ নিয়ন্ত্রণে।