নিজস্ব সংবাদদাতা: এনসিপি-এসসিপি নেতা রোহিত পাওয়ার বলেছেন, "গোটা যুবসমাজ বিজেপির বিরুদ্ধে। প্রথম পর্বের ভোটে আপনি যদি ভোটের ভাগ দেখেন, তাহলে আপনি প্রাপ্ত ভোটের শতাংশে মারাত্মক পতন দেখতে পাবেন।
/anm-bengali/media/post_attachments/0c699d1577071627773a91b097f19862b6c3c0703a4ea3c5e0433682ea009674.jpg?w=1200&h=675&auto=format%2Ccompress&fit=max&enlarge=true)
২০১৪ সালে ও ২০১৯ সালে ভারতে বিজেপি-মোদি সাহেবের ঢেউ এসেছিল। ২০১৪ এবং ২০১৯-এ যে ২%-৫% ভোট বিজেপির কাছে গিয়েছিল তা ২০২৪-এ হবে না। এখন বিজেপি ভয় পাচ্ছে।
/anm-bengali/media/post_attachments/48c2b4629ea6c2565ef55d441eb14454f64e20621964f290545babb111bc0dfa.jpg?impolicy=website&width=1600&height=900)
আগে প্রধানমন্ত্রী উন্নয়নের কথা বলতেন, এখন তিনি হিন্দু-মুসলিম নিয়ে কথা বলছেন। নির্বাচনকে সাম্প্রদায়িক করে তুলেছেন। এবার তরুণরা বিজেপির বিরুদ্ধে ভোট দেবে।"
/anm-bengali/media/post_attachments/d1cace6fc469a0d050e20395abb8d733ed1c9fc07177f5776edf3a1b17072c8b.webp)