নিজস্ব সংবাদদাতা: এনসিপি-এসসিপি নেতা রোহিত পাওয়ার বলেছেন, "গোটা যুবসমাজ বিজেপির বিরুদ্ধে। প্রথম পর্বের ভোটে আপনি যদি ভোটের ভাগ দেখেন, তাহলে আপনি প্রাপ্ত ভোটের শতাংশে মারাত্মক পতন দেখতে পাবেন।
২০১৪ সালে ও ২০১৯ সালে ভারতে বিজেপি-মোদি সাহেবের ঢেউ এসেছিল। ২০১৪ এবং ২০১৯-এ যে ২%-৫% ভোট বিজেপির কাছে গিয়েছিল তা ২০২৪-এ হবে না। এখন বিজেপি ভয় পাচ্ছে।
আগে প্রধানমন্ত্রী উন্নয়নের কথা বলতেন, এখন তিনি হিন্দু-মুসলিম নিয়ে কথা বলছেন। নির্বাচনকে সাম্প্রদায়িক করে তুলেছেন। এবার তরুণরা বিজেপির বিরুদ্ধে ভোট দেবে।"