বিজেপি ভয় পাচ্ছে!

লোকসভা নির্বাচনে বিজেপির অবস্থান নিয়ে কথা বললেন এনসিপি-এসসিপি নেতা রোহিত পাওয়ার।

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
BJNM.,/.

নিজস্ব সংবাদদাতা: এনসিপি-এসসিপি নেতা রোহিত পাওয়ার বলেছেন, "গোটা যুবসমাজ বিজেপির বিরুদ্ধে। প্রথম পর্বের ভোটে আপনি যদি ভোটের ভাগ দেখেন, তাহলে আপনি প্রাপ্ত ভোটের শতাংশে মারাত্মক পতন দেখতে পাবেন।

Govt takes action against companies of Rohit Pawar, NCP slams Eknath Shinde

২০১৪ সালে ও ২০১৯ সালে ভারতে বিজেপি-মোদি সাহেবের ঢেউ এসেছিল। ২০১৪ এবং ২০১৯-এ যে ২%-৫% ভোট বিজেপির কাছে গিয়েছিল তা ২০২৪-এ হবে না। এখন বিজেপি ভয় পাচ্ছে।

ED summons MLA Rohit Pawar, grandnephew of NCP supremo Sharad Pawar on Jan  24

আগে প্রধানমন্ত্রী উন্নয়নের কথা বলতেন, এখন তিনি হিন্দু-মুসলিম নিয়ে কথা বলছেন। নির্বাচনকে সাম্প্রদায়িক করে তুলেছেন। এবার তরুণরা বিজেপির বিরুদ্ধে ভোট দেবে।"



Add 1