ফের আদালতে নওশাদ

‘কেন বার বার পুলিশ বাধা দিচ্ছে? কেন ১৪৪ ধারা জারি থাকার কথা বলা হচ্ছে শুধু’। এরকমই একাধিক প্রশ্ন তুলে ফের আদালতে নওশাদ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
nawshad-siddiqui

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ভাঙড়ে তাঁকে যেতে বারবার বাধা দেওয়া হচ্ছে। বারবার পুলিশ বলছে ১৪৪ ধারা জারি আছে। তাই এবার এই বিষয়েই আদালতের দ্বারস্থ হলেন আইএসএফ বিধায়ক।

এদিন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি প্রশ্ন করেছেন, ‘কেন বার বার পুলিশ বাধা দিচ্ছে? কেন ১৪৪ ধারা জারি থাকার কথা বলা হচ্ছে শুধু’। তাঁর কথায়, নিয়ম থাকলে তা সবার জন্যে এক হবে। ‘কিন্তু এখানে নিয়ম শুধু আমার জন্যে প্রযোজ্য’।

যা জানা যাচ্ছে, মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন  বিচারপতি জয় সেনগুপ্ত। চলতি সপ্তাহেই হবে এই মামলার শুনানি।