৩০৮৯ কেজি চরস, ১৫৮ কেজি মেথামফেটামিন ২৫ কেজি মরফিন উদ্ধার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো

তদন্ত করছে সীমান্ত পুলিশ।

author-image
Adrita
New Update
ds

নিজস্ব সংবাদদাতাঃ সমুদ্রে একটি সফল সমন্বিত অভিযানে, ভারতীয় নৌবাহিনী নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর সহযোগিতায় প্রায় ৩৩০০ কেজি নিষিদ্ধ (৩০৮৯ কেজি চরস, ১৫৮ কেজি মেথামফেটামিন ২৫ কেজি মরফিন) সহ একটি সন্দেহজনক ধোঁয়াকে আটক করেছে। নজরদারি মিশনে পি 8 আই এলআরএমআর বিমানের ইনপুটের ভিত্তিতে, মিশন-মোতায়েন জাহাজটি নিষিদ্ধ চোরাচালানে জড়িত সন্দেহজনক ধোঁয়াকে আটকাতে ডাইভার্ট করা হয়েছিল।

ধৃত নৌকা ও ক্রুসহ এসব মাদক ভারতীয় বন্দরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। 

Add 1