নিজস্ব সংবাদদাতাঃ লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রসঙ্গে মুম্বাইয়ের বিজেপি প্রধান আশিস শেলার বলেন, "সবার আগে রাহুল গান্ধীর উচিত চৈত্যভূমিতে গিয়ে বাবাসাহেব আম্বেদকরের কাছে ক্ষমা চাওয়া। তিনি সংরক্ষণ বাতিলের কথা বলেছেন। কে তাকে এই অধিকার দিয়েছে? কংগ্রেস মাস্টারমশাইরা সংরক্ষণ দেননি। বাবাসাহেব আম্বেদকরের সংবিধানে এই বিধান দেওয়া হয়েছিল। রাহুল গান্ধী যদি মুম্বই বা মহারাষ্ট্রে আসেন, আমরা তাঁর কাছে প্রশ্ন তুলব এবং জবাব চাইব। ওঁর উচিত মহারাষ্ট্রের কাছে ক্ষমা চাওয়া। আমরা উদ্ধব ঠাকরেকে বলব কর্ণাটকে কংগ্রেসের বীর সাভারকরের প্রতি অসম্মান নিয়ে রাহুল গান্ধীকে কংগ্রেসের অবস্থান জিজ্ঞাসা করতে। প্রয়োজনে আমরা রাহুল গান্ধীকে এর জবাব দিতে বাধ্য করার জন্য আন্দোলনও করব।"