ছেলের ডাকে সাড়া দিচ্ছেন মুকুল!

এখন কেমন আছেন মুকুল রায়? 

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
আজ যে রাজা কাল সে... হাসপাতালে মুকুল রায়, খোঁজ নিল কে?

নিজস্ব সংবাদদাতা: গত বুধবার থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ মুকুল রায়। রাজনৈতিক মান-অভিমান ভুলে গিয়ে প্রায় সকলেই তার সুস্থতা কামনা করেছে। এই আবহেই সমাজ মাধ্যমে গুজব রটেছে যে তিনি আর ইহলোকে নেই। কিন্তু সত্যিটা কী? 

mukul ray

মুকুল রায় এখন পুরোপুরি সুস্থ না হলেও, তার অবস্থা বর্তমানে স্থিতিশীল। ভেন্টিলেশনে না থাকলেও অক্সিজেন চলছে তার। এই মুহূর্তে তার চিকিৎসার দায়িত্বে রয়েছে বিশেষ মেডিক্যাল দল। মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায় জানিয়েছেন যে, তিনি এখন আগের থেকে সুস্থ আছেন।

Mukul

ডাকলে সাড়া দিচ্ছেন। তবে ব্রেনের অপারেশন যেহেতু হয়েছে, তাই সুস্থ হতে এখনও সময় লাগবে। 

Adddd