নিজস্ব সংবাদদাতাঃ অগ্নিগর্ভ সন্দেশখালি। এক মাস ধরে চলছে এই পরিস্থিতি। শেখ শাহজাহানকে ঘিরে তৈরি হয়েছে এই অশান্তি। তবে এই পরিস্থিতিতেও সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ বসিরহাটের সাংসদ নুসরত জাহান। ভালোবাসার সপ্তাহে রিলসে মজেছেন তিনি। সন্দেশখালির পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে পড়ে যে ১৪৪ ধারা জারি করা হয়। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। সন্দেশখালিতে এত অশান্তি সত্ত্বেও দেখা মেলেনি এলাকার সাংসদ নুসরত জাহানের।
এলাকা পরিদর্শনে যাওয়া তো দূর। সন্দেশখালি প্রসঙ্গে একটি কথাও বলেননি তিনি। সম্প্রতি বিমানবন্দরে তাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তাও এড়িয়ে যান তিনি। তবে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো অ্যাকটিভ তিনি। ভালোবাসার সপ্তাহ জুড়ে বিভিন্ন রকমের ছবি, ভিডিও পোস্ট করছেন নিজের ইনস্টাগ্রামে। ১১ ফেব্রুয়ারি অর্থাত্ প্রমিস ডে-তে একটি গিফটের রিল আপলোড করেছে সাংসদ। কিন্তু সন্দেশখালির মানুষজন পাচ্ছেন না তাঁকে। যা নিয়ে রীতিমতো বিরক্ত এলাকার বাসিন্দারা। সাংসদকে কটাক্ষ করতে ছাড়ছেন না বিরোধীরাও।