নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার রাতে মরক্কোয় ৬ দশমিক ৮ মাত্রার বিরল ও শক্তিশালী ভূমিকম্পের পর মৃতের সংখ্যা বেড়েই চলেছে। মৃতের সংখ্যা ২ হাজার ৬০০ ছাড়িয়েছে বলে জানা গিয়েছে। মরোক্কোর মারাকেশের কাছে দেশটির হাই অ্যাটলাস পর্বতমালায় এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মরোক্কোতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ২,৬৮১ জন নিহত হয়েছে এবং আহত হয়েছেন আরও অন্তত ২ হাজার ৫০১ জন। উদ্ধারকর্মীরা এখনও জীবিতদের অনুসন্ধানের জন্য কাজ করছে।