নিজস্ব সংবাদদাতাঃ গাজায় ইসরায়েলের চলমান অবরোধে প্রতিদিন ৪০০ জনেরও বেশি শিশু নিহত বা আহত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা।
ইউনিসেফ এক বিবৃতিতে বলেছে, গত ৭ অক্টোবর থেকে ২৫ দিনের 'চলমান বোমাবর্ষণে' প্রায় সাড়ে তিন হাজার শিশু নিহত ও ৬ হাজার ৮০০ শিশু আহত হয়েছে।
গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরে টানা দ্বিতীয় দিনের প্রাণঘাতী ইসরায়েলি বিমান হামলার পর ইউনিসেফের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, "শিশুরা এখন অনেক কষ্ট সহ্য করেছে। শিশু হত্যা ও বন্দীদশা বন্ধ করতে হবে। শিশুরা লক্ষ্যবস্তু নয়।"
ইউনিসেফ বলেছে, 'গাজা উপত্যকার জাবালিয়া ক্যাম্প থেকে গতকাল ও আজ হামলার পর যে গণহত্যার দৃশ্য বেরিয়ে এসেছে তা ভয়াবহ। শিবির থেকে শিশুদের মৃত্যুর সংখ্যা এখনও তাদের কাছে নেই। চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, বিমান হামলায় অনেক শিশুসহ শত শত মানুষ আহত ও নিহত হয়েছে।'
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা শিবিরে হামাসের বেশ কয়েকজন জঙ্গিকে লক্ষ্য করে হত্যা করেছে এবং বেসামরিক হতাহতের পরিমাণ কমাতে তারা যথাসাধ্য চেষ্টা করছে।