নিজস্ব সংবাদদাতা: জুনের শুরুতেই উত্তরবঙ্গে প্রবেশ করেছিল বর্ষা। কিন্তু তার সাথেই গরমের তাপে পুড়ছিল দক্ষিণবঙ্গ বাসী। সকলের মনে একটাই প্রশ্ন উঁকি-ঝুঁকি মারছিল, কবে দক্ষিণবঙ্গেও প্রবেশ করবে বর্ষা। অবশেষে মিললো উত্তর।
ঠিক আজই, দক্ষিণবঙ্গে প্রবেশ করছে বর্ষা। হাওয়া অফিস জানাচ্ছে, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৮ তারিখ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত শুরু হওয়ার ফলে এবার ধীরে ধীরে কমবে তাপমাত্রা, এমনটাও জানাচ্ছে হাওয়া অফিস।