নিজস্ব সংবাদদাতা: বুধবার ভোর বেলায় কলকাতা সহ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। দিনভর আকাশ মেঘলা থাকার পাশাপাশি দু-এক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন রাজ্যের সাত জেলায় বৃষ্টির সতর্কতা। আলিপুর আবহাওয়ার দফতর জানিয়েছে, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়া) বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
হাওয়া অফিসের পূর্বাভাস, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।