নিজস্ব সংবাদদাতা: ঘটনার প্রায় ১৫ দিন পর হাতেনাতে পাকড়াও হলেন মূল ষড়যন্ত্রী। অন্তত এমনটাই বলছেন মঙ্গলাহাটের ব্যবসায়ীরা। হাওড়ার মঙ্গলাহাটে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় কলকাতা থেকে একজনকে গ্রেফতার করল সিআইডি। নিজেকে হাট মালিক বলে দাবি করতেন ধৃত শান্তিরঞ্জন দে।
২০ জুলাই গভীর রাতে মঙ্গলাহাটে আগুন লাগে। চার হাজারের বেশি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তখনই শান্তিরঞ্জন দে কে নিয়ে অভিযোগ জানিয়েছিলেন ব্যবসায়ীরা। দায়ের হয় এফআইআর। তদন্তে নেমে তথ্য সংগ্রহ ও একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর গতকাল রাতে কলকাতার ক্যানিং স্ট্রিট থেকে শান্তিরঞ্জন দে-কে গ্রেফতার করে সিআইডি। ধৃতের বিরুদ্ধে আগুন লাগানোর ষড়যন্ত্র সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে সিআইডি।