পুতিনকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা থেকে থামালেন মোদী, জানুন বিস্তারিত

পুতিনের পারমাণবিক হুমকির পর মোদী ও শি জিনপিং তাকে সতর্ক করে দেন, যা পুতিনকে শান্ত থাকতে বাধ্য করে বলে জানিয়েছেন পোল্যান্ডের মন্ত্রী।

author-image
Debapriya Sarkar
New Update
modi putinq2.jpg

নিজস্ব সংবাদদাতা : পোল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াদিস্লাও তেওফিল বার্তোসজেভস্কি সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার হুমকি দিয়েছিলেন। এই বিষয়ে আমেরিকা তাকে বারবার সতর্ক করে জানিয়ে ছিল, কিন্তু প্রথমে পুতিন তাতে মনোযোগ দেননি।

modi putin jingping .jpg

তারপর, পুতিন দুটি ফোন কল পান—একটি চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের কাছ থেকে এবং আরেকটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে। উভয়েই তাকে জানান যে, চীন বা ভারত কেউই স্বাধীনভাবে যুদ্ধের অনুমোদন দেয় না, যা পুতিনকে এই বিষয়ে পুনরায় ভাবতে বাধ্য করে। বার্তোসজেভস্কি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই পরিস্থিতিতে বিশেষ ভূমিকা পালন করেছেন।