নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাখী পড়ান তিনি। বিজেপির অন্দরে ধর্মীয় সমীকরণ থাকলেও মোদির কাছে তিনি ভীষণ গুরুত্বপূর্ণ। এই এখন থেকে নয়, তিনি যখন শুধু নরেন্দ্র মোদি ছিলেন, যখন তাঁর নামের আগে প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী উচ্চারিত হত না; ঠিক সেই সময় থেকেই বোন কামার মহসিন শেখ রাখি পড়ান তাঁর দাদাকে। এবছরও তাঁর অন্যথা হবে না বলে জানাচ্ছেন তিনি।
এবছর রাখি হবে আরও একটু স্পেশাল। তাঁর কথায়, "এবার আমি নিজেই 'রাখি' তৈরি করেছি। আমি তাকে কৃষি বিষয়ক একটি বই উপহার দেব কারণ তিনি বই পড়তে পছন্দ করেন। গত ২-৩ বছর আমি কোভিডের কারণে যেতে পারিনি তবে এবার আমি তার সাথে ব্যক্তিগতভাবে দেখা করব। আর রাখী পড়াব”।
তিনি ঠিক আর কি বলেছেন, শুনে নিন -