অভিভাবকের দায়িত্ব পালন করলেন মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন সবার আগে ভারত মণ্ডপম পৌঁছে প্রস্তুতি পর্ব খতিয়ে দেখেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Screenshot 2023-09-09 101134.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: সময় যত গড়াচ্ছে ততোই পোক্ত হচ্ছে জি-২০ সামিটের মেলবন্ধন পর্ব। একে একে সম্মেলন স্থল ভারত মণ্ডপম-এ পৌঁছচ্ছেন রাষ্ট্রপ্রধানেরা। অবশ্য সবাইকে হাসিমুখে অভিবাদন জানানোর জন্যে এদিন আগেই পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দিল্লির প্রগতি ময়দানে G 20 শীর্ষ সম্মেলনের স্থান হল ভারত মণ্ডপম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন সবার আগে সেখানে পৌঁছান শেষ মুহুর্তের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে। তাঁকে সেখানে স্বাগত জানান বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

 

সেখানে পৌঁছেই সভাস্থল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। কেননা এই প্রথম জি-২০ সম্মেলন হচ্ছে ভারতে। আর তাঁর মূল কর্ণধারই হলেন প্রধানমন্ত্রী। তাই অভিভাবকের মত সমস্ত বিষয়টা খতিয়ে দেখেন তিনি।