নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পৌরসভার পৌর প্রতিনিধিদের বৈঠক সম্পর্কে, মেয়র পারিষদ তারক সিং বলেছেন, "সৎ লোক খুঁজতে গেলে এখন পৃথিবীর অন্য প্রান্তে চলে যেতে হবে।

'টাকা খাচ্ছে' এই কথাটার মধ্যে কোনও অসত্য কথা আছে বলে, আমি মনে করি না। আর এটা টোটাল নিয়ন্ত্রণে আনা যাবে বলেও আমি বিশ্বাস করিনা।
/anm-bengali/media/post_attachments/c87aa96eb6f8d8af8f173e97f4a14dc1f3cd7b492eb8c1a557d0ca3e5f24f6eb.jpg)
প্রচেষ্টা থাকলে এই সব কিছু কম করা যেতে পারে। এই প্রচেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে চলেছেন।"
/anm-bengali/media/post_attachments/2303853cc4f4868bbef7a1bb8c655f6156542c2a5246a48822009456b507ecd0.webp)