'পথশ্রী' প্রকল্পে ঢালাই রাস্তার শিলান্যাসে উপস্থিত বিধায়ক

বাংলার মা-মাটি-মানুষের সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প এই পথশ্রী।

author-image
Adrita
New Update
দ

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: বাংলার মা-মাটি-মানুষের সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প এই পথশ্রী। গ্রাম বাংলায় মাটির রাস্তা ছিল। কোথাও মোরামের গন্ধও ছিল না, সেইসব রাস্তা আজকে পাকা রাস্তা হচ্ছে। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ২ ব্লকের ৪ নম্বর সাবড়া গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মহল্লা এলাকায় 'পথশ্রী' প্রকল্পে ঢালাই রাস্তার শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দিলেন স্থানীয় এলাকার বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান। তিনি জানিয়েছেন, '' পথশ্রী প্রকল্পে দাঁতন ২ নম্বর ব্লকের প্রায় ৮২ টি খানা রাস্তা সাংশান হয়েছে। কাজ শুরুও হয়ে গিয়েছে। লোকসভা ভোটের আগে বাংলায় আসছে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ''

এ প্রসঙ্গে তৃণমূল বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান জানিয়েছেন, '' একশো কেন দুশো কেন্দ্রীয় বাহিনী এলেও বাংলার মানুষের কিছু যায় আসে না। তৃণমূল চায় সুষ্ঠু নির্বাচন। আর নির্বাচনে যদি আমরা মানুষকে অংশগ্রহণ করতে না দিতে পারি তাহলে গণতন্ত্র বিপন্ন হবে। তাই যারা গণতন্ত্র বিশ্বাস করে না একনায়কতন্ত্রে বিশ্বাস করে তারাই সবচেয়ে বেশি খুশি হবে। '' তৃণমূল কংগ্রেস কখনোও সন্ত্রাসের পক্ষপাতিত্ব নয় বলে দাবি স্থানীয় বিধায়কের। 

Add 1