'রেমাল' বিপর্যয়ে সরকারের ১৫ কোটির ত্রাণ!

'রেমাল' বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের পরিবারের উদ্দেশ্যে বড় বার্তা দিলেন মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা। 

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
gfhyuyi

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: সাইক্লোন 'রেমাল'-এর দাপটে বিপুল ক্ষতিগ্রস্ত হয়েছে মিজোরাম।

কী

ঝড়ের দাপটে প্রাণ হারিয়েছে এই রাজ্যের ১০ জন।

At 74, Lalduhoma is Mizoram's oldest chief minister | Guwahati News - Times  of India

এই আবহেই মিজোরাম সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগ সূত্রে খবর, মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা জানিয়েছেন যে রাজ্যের মধ্যে ঘূর্ণিঝড় 'রেমাল' দ্বারা ক্ষতিগ্রস্ত সকলকে মোট ১৫ কোটি টাকার ত্রাণ দিয়ে সহায়তা করবে সরকার এবং মৃত জনগণের পরিবারকে ৪ লক্ষ টাকা দেওয়া হবে। 

Add 1