নিজস্ব সংবাদদাতা: সিকিমের মেঘ ভাঙা বৃষ্টির জেরে কালিম্পং-এ আকস্মিক বন্যা দেখা দিয়েছে। যোগাযোগ সম্পূর্ণ রূপে বিচ্ছিন্ন। এমন অবস্থায় গতকাল থেকেই তৎপর খোদ মুখ্যমন্ত্রী। সর্বদা খোঁজ নিচ্ছেন পরিস্থিতির। কথাও বলেছেন সিকিমের মুখ্যমন্ত্রীর সাথে। আর এবার পরিস্থিতি সরোজমিনে খতিয়ে দেখতে সেখানে পৌঁছলেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক।
এদিন বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে মন্ত্রী তথা টিএমসি নেতা পার্থ ভৌমিক বলেন, “আমি এখানে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসেছি। আমরা চিফ ইঞ্জিনিয়ার এবং সুপার ইঞ্জিনিয়ারের সাথে কথা বলব এবং পরিস্থিতি কী তা জানব। আমরা পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করব”।
যা জানা যাচ্ছে, প্রথমে সকাল ৯টায় অফিশিয়াল মিটিং সারছেন পার্থ ভৌমিক। তারপর এলাকা পরিদর্শনে যেতে পারেন তিনি। এদিন রাজ্যপালের সিকিম সফর নিয়েও কটাক্ষ করেন মন্ত্রী। সাফ ভাষায় বলেন, “উত্তর দেওয়ার কিছু নেই তাই অভিষেকের মুখোমুখি হতে চাইছেন না তিনি”। তাই নাকি ‘পালিয়ে বেড়াচ্ছেন’ বলেও কটাক্ষ করেন সেচমন্ত্রী।