নিজস্ব সংবাদদাতা: কর্মী, জনঅভিযোগ ও পেনশন মন্ত্রকের প্রতিমন্ত্রী (MoS), ডঃ জিতেন্দ্র সিং বলেছেন, "আমরা প্রশংসা করতে চাই যে, গত ১০ বছরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ধারাবাহিকভাবে আমরা বিপ্লবী শাসন সংস্কারের সাক্ষী হয়েছি, যা 'মিনিমাম গভর্নমেন্ট, ম্যাক্সিমাম গভর্ন্যান্স'-এর চেতনায় অনুপ্রাণিত ছিল।
আমি কামনা করি সর্বশক্তিমান যেন আমাদের ২০৪৭ সালের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা এবং প্রজ্ঞা দেন।"