নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ দীর্ঘ ৪০ বছর ধরে মজে যাওয়া খাল সংস্কারে উদ্যোগী হলেন রাজ্যের মন্ত্রী ডঃ মানস রঞ্জন ভূঁইয়া। কদিন আগেই পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার জামনা থেকে সবংয়ের বাড়জীবন পর্যন্ত মজে যাওয়া খাল সংস্কারের জন্য বরাদ্দ হয়েছে প্রায় ৯ কোটি। আজ জামনাতে একটি আনুষ্ঠানিক ভাবে এই কাজের শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া।
তার সঙ্গে ছিলেন পিংলা বিডিও, জেলা পরিষদের সদস্য সেখ সবেরাতি, পিংলা পঞ্চায়েত সমিতির সভাপতি নিমাই সিংহ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স সহ অনান্যরা। এই ক্যানেল সংস্কার হলে এলাকার বহু চাষী উপকৃত হবেন এবং বিনামূল্যে চাষের জল পাবেন।