নিজস্ব সংবাদদাতাঃ মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোর সোমবার বলেছেন, ইসরায়েলে অবস্থানরত ৩০০ মেক্সিকান নাগরিক দেশ ছাড়তে স্বাক্ষর করেছেন। ইসরায়েলে বসবাসরত মেক্সিকোর বেশিরভাগ মানুষ ইসরায়েলে পর্যটন ও ধর্মীয় কাজে নিয়োজিত। বাণিজ্যিক ফ্লাইট বাতিলের কারণে সরকার বিমানটি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে - একটি সকালে যাবে, অন্যটি বিকেলে যাবে।
এছাড়া লোপেজ ওব্রাদোর বলেন, "তিন মেক্সিকান নিখোঁজ রয়েছেন এবং সরকার তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং আমাদের কূটনীতিকরা মেক্সিকানদের রক্ষায় কাজ করছেন।"