নিজস্ব সংবাদদাতাঃ মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোর তার বিরোধীদের বিরুদ্ধে দুর্যোগের মাত্রা বাড়ার অভিযোগ করার পর মেক্সিকোর সৈকত রিসোর্ট আকাপুলকোতে চলতি সপ্তাহে ভয়াবহ হারিকেনের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে বলে শনিবার জানিয়েছে দেশটির সরকার।
হারিকেন ওটিস বুধবার আকাপুলকোতে ঘণ্টায় ১৬৫ মাইল (২৬৬ কিলোমিটার) বেগে আঘাত হানে, শহরটি প্লাবিত হয়, বাড়িঘর, দোকান ও হোটেলের ছাদ ছিঁড়ে যায়, যানবাহন ডুবে যায় এবং যোগাযোগের পাশাপাশি সড়ক ও বিমান যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।