মেট্রোর উপহার, যাত্রা করার আগে জেনে রাখুন

পঞ্চমী ও ষষ্ঠী আপ এবং ডাউন শাখায় মোট মেট্রো চলাচল করবে ২৮৮টি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
metro

File Picture

নিজস্ব সংবাদদাতা: পুজোর ঘুরু ঘুরু শুরু হয়ে গিয়েছে। মণ্ডপে মণ্ডপে কীভাবে মানুষ ভিড় জমাচ্ছে, তা বিভিন্ন মণ্ডপের ছবিই বলে দিচ্ছে। তবুও চতুর্থী পর্যন্ত একটা যাতায়াতের বিষয় মানুষদের ভাবাচ্ছিল। তবে আজ থেকে সেই ভাবনা থেকেও দর্শনার্থীদের মুক্তি দিল মেট্রো কর্তৃপক্ষ। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পঞ্চমী ও ষষ্ঠী আপ এবং ডাউন শাখায় মোট মেট্রো চলাচল করবে ২৮৮টি।

আজ প্রথম মেট্রো চলতে শুরু করেছে সকাল ৬টা ৫০ থেকে আর শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৫০ মিনিটে, কবিসুভাষ থেকে দমদম পর্যন্ত। আগামীকালও প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। দু’দিক থেকেই ওই একই সময়ে মিলবে পরিষেবা। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দমদম থেকে কবি সুভাষ। আবার রাতে ১০টা ৫০এ দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত শেষ মেট্রো যাত্রা শুরু করবে।

hiren