নিজস্ব সংবাদদাতা: আগামী ৯ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে G20 সামিট। তার জন্যে ইতিমধ্যেই সেজে উঠেছে রাজধানী। রাজধানীর নিরাপত্তা ব্যবস্থাতেও আনা হয়েছে প্রচুর রদবদল। এবার আরও একটু জোরালো হল নিরাপত্তা ব্যবস্থা।
যা জানা যাচ্ছে, শীর্ষ সম্মেলনের সময় নির্ভুল নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার জন্য, দিল্লি পুলিশের মেট্রো ইউনিট প্রধান নিরাপত্তা কমিশনারকে বেশ কিছু মেট্রো স্টেশন বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে। বলা ভালো, যে মেট্রো স্টেশন গুলির গেট সামিটের ভিভিআইপিদের রুট কিংবা সামিটের বিভিন্ন স্থানের দিকে খোলা রয়েছে; সেই গেট গুলি আগামী ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন। অতএব এই তিন দিন ভালোই ভুগতে হবে দিল্লির নিত্যযাত্রীদের।