কেরামতের কেরামতি! উত্তরপ্রদেশ থেকে বাজির উপাদান, বলা হত মুলতানি মাটি

দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় যে ভয়াবহ বিস্ফোরণ হয় সেখানে এক নতুন তথ্য উঠে এল। কাঁচামাল উত্তরপ্রদেশ থেকে আসতো এই দেশে আর যেখানে সেটা রাখা হয় সেখানকার মানুষ জানতেন সেটা মুলতানি মাটি হিসেবে।

author-image
Anusmita Bhattacharya
New Update
duttapukur1

নিজস্ব সংবাদদাতা: একটি কুরিয়র সংস্থার ডানকুনির গুদামে উত্তরপ্রদেশ থেকে আসত বস্তা বস্তা 'মুলতানি মাটি'। কিন্তু দত্তপুকুরের মোচপোলে বিস্ফোরণে ৯ জনের মৃত্যুর পরে জানা গেল যে যেগুলি মুলতানি মাটি বলে দাবি করছেন কুরিয়র সংস্থার সাধারণ কর্মীরা, তা আসলে রাসায়নিক যৌগ। এগুলো বিস্ফোরক তৈরির সহায়ক বলে দাবি বিশেষজ্ঞদের একাংশের। চালানে নাম অ্যাসিড সল্ট আর কর্মীরা জানতেন মুলতানি মাটি। এটা কি বিশ্বাসযোগ্য? এক পদস্থ কর্মী দাবি করেন, যে তাঁরা তো জানতেন যে বস্তায় করে মুলতানি মাটি আসছে। কেরামত আলি নামে এক ব্যক্তি বস্তাগুলি নিয়ে যেতেন। বিস্ফোরণে কেরামতের মৃত্যু হয়েছে শুনে প্রায় আঁতকে ওঠেন তিনি। 

কুরিয়র সংস্থার ওই চালানটি থেকে জানা যায় যে ৫০০ কেজি অ্যাসিড সল্ট এসেছিল উত্তরপ্রদেশের হাথরসের কমলা বাজার থেকে। চালানে যে ফোন নম্বর দেওয়া, তাতে ফোন করলে দেখা যায়, নম্বরটি নেই। 

rectify impact.jpg