Iran-Israel War: রক্ত ঝরল শেয়ার বাজারে, নিমেষে উধাও ৬ লক্ষ কোটি টাকা! মাথায় হাত সবার

ইরান-ইসরায়েলের যুদ্ধের আবহে রক্ত ঝরল দালাল স্ট্রিটে।

author-image
Aniruddha Chakraborty
New Update
share market.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ যুদ্ধ আবহে শেয়ার বাজারে ব্যাপক ধস নামল। হু হু করে পতন সেনসেক্স-নিফটিতে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে শেয়ার বাজার খুলতেই ধস নামে সেনসেক্সে। এক ধাক্কায় ৯০০ পয়েন্ট পতন হয় সেনসেক্সের সূচকে। অন্যদিকে, নিফটির সূচকেও ২৮০ পয়েন্ট পতন হয়েছে। ইরান-ইসরায়েল যুদ্ধের জেরেই শেয়ার বাজারে এই পতন বলে জানা গিয়েছে। যুদ্ধ পরিস্থিতিতে তেলের দামও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রসঙ্গত, গান্ধী জয়ন্তীর জন্য গতকাল, ২ অক্টোবর বন্ধ ছিল শেয়ার বাজার। আজ, বৃহস্পতিবার শেয়ার বাজার খুলতেই শেয়ার মার্কেটে বিরাট ধস নামে। সেনসেক্সে ১ শতাংশ পতন হয়ে সূচক ৮৩ হাজার পয়েন্টে পৌঁছয়। তবে সকাল সাড়ে ৯টার পর বাজার কিছুটা পুনরুদ্ধার হয়। যেখানে বাজার খোলার আগে সেনসেক্স ১২৬৪.২ পয়েন্ট কমেছিল, সেখানেই ব্যবধান কমে ৫৫০ পয়েন্টে পৌঁছয়। নিফটি৫০-র সূচক ২৩১ পয়েন্ট পতন হয়ে ২৫,৫৬৫ পয়েন্টে পৌঁছয়। অন্যদিকে, নিফটি স্মলক্যাপ ১০০ ও নিফটি মিডক্যাপ ১০০-র সূচক যথাক্রমে ০.৭৯ শতাংশ ও ০.৩৪ শতাংশ বৃদ্ধি হয়েছে।

শেয়ার বাজারের এই ধসে বিনিয়োগকারীরা ৬ লক্ষ কোটি টাকা খুইয়েছেন বলে জানা গিয়েছে। বিএসই তালিকাভুক্ত সংস্থাগুলোর মূলধন যেখানে মঙ্গলবার ৫.৬৩ লক্ষ কোটি টাকা ছিল, তা আজ বাজার খুলতেই ৪.৬৯ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে।