নিজস্ব সংবাদদাতা: সমাধিস্থল ব্যবহারে স্থগিতাদেশ দিল মণিপুর হাইকোর্ট। বৃহস্পতিবার, চুরাচন্দপুর জেলার হাওলাই খোপি গ্রামের সমাধিস্থলে কুকি-জো সম্প্রদায়ের ৩৫ জন মৃতের দেহ সমাধি দেওয়ার কথা ছিল। তারা সবাই মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রাণ হারিয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৬টায় এই সংক্রান্ত মামলার শুনানিতে মণিপুর হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ভি মুরালিধরন ওই সমাধিস্থলে স্টেটাস কো জারি করেন। অর্থাৎ সমাধির কাজে ওই জমিটি এখন ব্যবহার করা যাবে না। এই অবস্থায় সমাধি দেওয়ার কাজ বন্ধ করতে হয় কুকি সম্প্রদায়কে। আদালত কেন্দ্রীয় সরকার, মণিপুর সরকারকে এই সমাধি নিয়ে কুকি-জো সম্প্রদায়ের সঙ্গে আলোচনা করে একটি সমঝোতায় আসতে নির্দেশ দিয়েছে।