নিজস্ব সংবাদদাতা: সোমবারও বাজারের হাল সেই অর্থে বদলাতে পারল না। রবিবারের পর সপ্তাহের শুরুটাও হল অগ্নিমূল্য দিয়েই। সবজির দাম সর্বত্র চড়া। মানিকতলা বাজার থেকে গড়িয়াহাট বাজার, কিংবা বাঘাযতীন বাজার থেকে দমদমের বাজার সর্বত্র চিত্রটা একই। বেশ কিছু সবজির দোকান তো খুলছেই না। কেননা, বিক্রেতাদের বক্তব্য বহু ক্রেতা বাজার করা বন্ধ করে দিয়েছেন। আলু-পেঁয়াজেই চলছে সংসার।
আজকের বাজারদর -
পেঁয়াজ ৪০ থেকে ৬০ টাকা কেজি
রসুন ২০০ টাকা কেজি
আলু ২০-৩০ টাকা কেজি
পটল ৮০ টাকা কেজি
বেগুন ১৫০ টাকা কেজি,
ভেন্ডি ৬০-৮০ টাকা কেজি
উচ্ছে ১২০ টাকা কেজি
গাজর ৮০ টাকা কেজি
ক্যাপসিকাম ১৫০ টাকা কেজি
ঝিঙে ৮০ টাকা কেজি
টমেটো ১৫০ টাকা কেজি
আদা ৩৫০-৪০০ টাকা কেজি
এরকমই চড়া দাম বাজার জুড়ে। মধ্যবিত্তদের বক্তব্য, টমেটো ছাড়া খাবার খাওয়া যায়, কিন্তু আদা ছাড়া রান্না বিস্বাদ। তা কি করে মেটাব? আবার কাঁচা লঙ্কা ছাড়াও রান্না ভাবা যায় না। সেক্ষেত্রেই বা উপায় কি? আর এই সব নিয়েই নাজেহাল আমজনতা।