টমেটো খাওয়া বন্ধ করেছে কত শতাংশ?

সমীক্ষায় প্রায় ৮৭ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তারা ১০০ টাকার বেশি দরে টমেটো খাচ্ছেন। আর ১৩ শতাংশ ক্রেতা প্রতি কিলোগ্রাম টমেটোর জন্য ১০০ টাকার কম খরচ করছেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
tomatopricehike.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: টমেটোর দামে ঊর্ধ্বগতি অব্যাহত। কেন্দ্র দাম কমিয়েছে বটে, তবে তা সাধারণের পকেট ফ্রেন্ডলি একেবারেই নয়। গত সপ্তাহ পর্যন্ত যে টমেটোর দাম ২৫০ টাকা কেজি পর্যন্ত উঠে গিয়েছিল, সেই টমেটোর দামকে কমিয়ে ৮০ টাকায় আনা হয়েছে। কিন্তু তাও যথেষ্ট নয়। কিন্তু এই মূল্যবৃদ্ধির জেরে যা ঘটেছে, তা হল মানুষ টমেটো খাওয়া বন্ধ করে দিয়েছে।

সম্প্রতি এক রিপোর্টে প্রকাশ পেয়েছে, ৬৮ শতাংশ পরিবার টমেটো কেনা কমিয়ে দিয়েছেন। আর ১৪ শতাংশ পরিবার এই সবজি কেনা সম্পুর্ণ রূপে বন্ধ করে দিয়েছেন।

সমীক্ষায় প্রায় ৮৭ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তারা প্রতি কিলোগ্রাম টমেটোর জন্য প্রায় ১০০ টাকার বেশি খরচ করছেন। এদিকে, ১৩ শতাংশ ক্রেতা প্রতি কিলোগ্রাম টমেটোর জন্য ১০০ টাকার কম খরচ করছেন। রিপোর্ট অনুসারে, যে সব এলাকায় টমেটোর চাষ হয় সেখানে ১০০ টাকার কমে মিলছে সবজিটি।

কিন্তু সেই কমটাও বিশাল কিছু নয়। আর তার জেরে মধ্যবিত্তের হেঁশেল থেকে ধীরে ধীরে উধাও হয়ে যাচ্ছে বাঙালির সাধের টমেটো।