মণিপুর ভাইরাল ভিডিও ঘটনায় নজিরবিহীন সিদ্ধান্ত

“এই মহিলারা এ বিষয়ে কথা বলবেন না। তারা তাদের এই ট্রমা থেকে এতো তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন না। আমাদেরকে সাহায্য করতে হবে তাদেরকে”, বললেন ইন্দিরা জয়সিং।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: মণিপুর ভাইরাল ভিডিও মামলায় নজিরবিহীন পদক্ষেপ নেওয়া সিদ্ধান্ত নিচ্ছে অ্যাডভাইজারি টিম।

এদিন সিনিয়র অ্যাডভোকেয়ার ইন্দিরা জয়সিং বলেন, “যতদূর আইনের বিষয়, ধর্ষণের শিকার মহিলারা এ বিষয়ে কথা বলবেন না। তারা তাদের এই ট্রমা থেকে এতো তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন না। আমাদেরকে সাহায্য করতে হবে তাদেরকে”।

“প্রথম যে কাজ করতে হবে, তাদের আত্মবিশ্বাস তৈরি করতে হবে। তাই সবার প্রথম নাগরিক সমাজের নারীদের নিয়ে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি তৈরি করা হবে। যেখানে এই ঘটনায় শিকার হওয়া মহিলারাই থাকবে কমিটিতে। তারাই কথা বলবে এদের সাথে”।