নিজস্ব সংবাদদাতা: বোমা বাঁধতে গিয়ে গুরুতর জখম এক যুবক। টানা কয়েকদিন ধরে ভাঙড়, শান্তিনিকেতনে যে ভাবে ড্রাম ড্রাম ভর্তি বোম উদ্ধার হচ্ছে, তাতে এখন পুলিশ খানিকটা হলেও সক্রিয়। আর সেই সক্রিয়তার থেকেই বোমা বাঁধতে গিয়ে জখম হওয়া যুবককে ধরে ফেলে পুলিশ।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণা জেলার মথুরাপুরের দহকন্দা গ্রামে। বোমা বাঁধতে গিয়ে তা ফেটে গুরুতর জখম হন আরিফ হোসেন নামের ওই যুবক। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
তবে এ নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। আরিফকে কে বোমা বাঁধতে বলেছে, তা নিয়েই উঠছে দ্বন্দ্ব। তৃণমূলের অভিযোগ, আরিফ আইএসএফ ঘনিষ্ঠ। আর সিপিএমের অভিযোগ, আরিফকে তৃণমূলই বোম বাঁধতে বলেছিল। আর এদিকে আইএসএফ জানিয়েছে্, তারা আরিফকে চেনেন না। এই ঘটনা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।