নিজস্ব সংবাদদাতা: 'বাংলায় কেন্দ্রীয় বাহিনী নামানোর ছুতো খুঁজছে দিল্লি। ভাঙড়ের ঘটনা তৃণমূল করেনি', নামখানার সভা থেকে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 'দিনের পর দিন বহু গুলি চালানোর ঘটনা ঘটেছে। বিধানসভা ভোটে গুলি চালিয়ে সংখ্যালঘুদেরকে খুন করেছে বিএসএফ। গতকালও বিএসএফ একজন রাজবংশীকে গুলি করে মেরেছে', দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা।
'৪টে দল এক হয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে', বিরোধীদের একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা। 'কেন্দ্র বলছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসো। মণিপুরে তো নিয়ে গেছিল, কী হল?' কেন্দ্রকে কটাক্ষ করলেন মমতা। গতকাল মনোনয়ন পর্ব শেষ হওয়ার পর বিরোধীরা ১ লক্ষ মনোনয়ন জমা দিয়েছে, তৃণমূল ৮৩০০০ মনোনয়ন জমা দিয়েছে, এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা। 'এত শান্তিপূর্ণ মনোনয়ন এর আগে বাংলায় হয়নি', বললেন মুখ্যমন্ত্রী মমতা।