বন্যা-সব শেষ! হাজার হাজার মানুষের ভিড়...হঠাৎই ফিরহাদকে ফোন মমতার

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মালদা।

author-image
Aniruddha Chakraborty
New Update
mamata firhad.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ  আজ বন্যা পরিস্থিতি দেখতে মালদহে যান ফিরহাদ হাকিম। আর সেখানেই দুর্গতদের জন্য ফোনে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার মালদহের মানিকচকের গোপালপুরে বানভাসি এলাকা পরিদর্শনে যান ফিরহাদ। সেখানে ফিরহাদের ফোনে ফোন করে বন্যা দুর্গতদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী। মালদহে বানভাসি কয়েক লক্ষ মানুষ। জলে তলিয়ে মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের, খবর এমনটাই। পরিস্থিতি নিয়ে উদ্বেগ ফিরহাদ হাকিমের। এদিন জেলাশাসকের সঙ্গে কথা বলেন তিনি।

মোবাইল ফোনের স্পিকার অন করে বন্যা দুর্গতদের কথা শোনান ফিরহাদ। ত্রাণ সঠিকভাবে বিলি বণ্টনের জন্য নির্দেশ দেন ফিরহাদ হাকিম। এই মুহূর্তে ভুতনির তিনটি গ্রাম জলের তলায়। বাড়ির ছাদে দিন কাটাচ্ছেন বানভাসি মানুষ। গঙ্গার জলে ভাসছে একের পর এক গ্রাম।

এদিন মানিকচকে ফিরহাদের ফোনে মুখ্যমন্ত্রী বলেন, "আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে। প্রতি বছর এটা হয়। ব্রিজটা ভেঙে যাওয়ায় আরও কষ্ট হচ্ছে। ব্রিজ আমরা তৈরি করে দেব। এটা আপনারা ভরসা রাখতে পারেন। আমাদের কাজ শুরুও হয়ে গিয়েছিল। কিন্তু বর্ষার জন্য কাজটা করতে পারিনি। যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবারকে ২ লক্ষ টাকা সাহায্য়ও দেওয়া হবে। ববিকে পাঠিয়েছি। বাদবাকি কিছু বলার থাকলে ওঁকে বলে দিন, আমি শুনে নেব। ডিএম, এসপিকেও বলব, মানুষ যা বলছেন সেটা শুনুন। ত্রাণে যেন কোনও ঘাটতি না হয়।"