Mamata Banerjee : ২০০০ টাকার নোট প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ মমতার

"২০০০ টাকার নোট বাতিলের আরেকটি অদ্ভুত ও তুঘলকি সিদ্ধান্ত," শনিবার দুপুরে টুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (CM Mamata Banerjee)।

author-image
Pritam Santra
New Update
mamata

নিজস্ব সংবাদদাতাঃ "২০০০ টাকার নোট বাতিলের আরেকটি অদ্ভুত ও তুঘলকি সিদ্ধান্ত," শনিবার দুপুরে টুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (CM Mamata Banerjee)। তিনি সামাজিক মাধ্যমে বলেছেন, "নাটক, আবারও সাধারণ মানুষ ব্যাপক হয়রানির শিকার হবে। অযৌক্তিক পদক্ষেপগুলি এই শাসনব্যবস্থার মৌলিক গণবিরোধী এবং ক্রোনি ক্যাপিটালিস্ট প্রকৃতিকে আড়াল করার উদ্দেশ্যে করা হয়েছে। একটি স্বৈরাচারী সরকারের এ  ধরনের কর্মকাণ্ড সাধারণ মানুষ মনে রাখবে।"