নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি ২,০০০ টাকার নোট নিয়ে নতুন করে নির্দেশিকা জারি করা হয়েছে। এই প্রসঙ্গে শালবনির সভা থেকে বেশ কিছুক্ষণ কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। তিনি বলেছেন, "২০১৬ সালে নোট বদল করলেন। আবার নোট বদল কেন? আর যদি করতেই হয়, আগে বিকল্প তৈরি করে, জনগণকে সুবিধা প্রদান করে, তারপরে করবেন। আমার তো সংশয় হচ্ছে, এই টাকাটা কোনও একটি রাজনৈতিক দল... ইশারা হি কাফি হ্যায়।' মমতা জানিয়েছেন তার কাছেও কিছু ২,০০০ টাকা নোট রয়েছে, "খুঁজে দেখলাম, চারটে-চারটে আটটা বেরিয়েছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন, ওই নোটটা আমরা ব্যবহার করি না।"