নিজস্ব সংবাদদাতা: আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গেই আলোচনার বার্তা দিয়ে নবান্নের তরফে মেল করা হয়েছিল। আলোচনার বার্তা নবান্নের তরফে পাওয়ার পরও স্বাস্থ্য ভবনের বাইরে অবস্থানে বসে নিজেদের মধ্যে বৈঠক করেন জুনিয়র চিকিৎসকরা। তারপর নবান্নে না যাওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয় চিকিৎসকদের তরফে। এদিকে নবান্নে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনার জন্য অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রী। সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত নবান্নে অপেক্ষার পরে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের তরফে আলোচনা চেয়ে মেল পাঠানোর পর মনে করা হয়েছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন জুনিয়র ডাক্তাররা। কিন্ত অবশেষে দুপক্ষের বরফ গলল না।