বিমান দুর্ঘটনা-মারা গেলেন দেশের উপরাষ্ট্রপতি সহ ৯ জন! শোকের ছায়া

বিমান বিধ্বস্ত হয়ে নিহত ফের এক রাষ্ট্রনেতা।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
breakingbig

নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার অর্থাৎ আজ জানা গিয়েছে, মালাউইর চিকানগাওয়া পর্বতমালায় বিমান বিধ্বস্ত হয়ে দেশটির ভাইস প্রেসিডেন্ট সাউলোস চিলিমা ও তার স্ত্রী-সহ নয়জন নিহত হয়েছেন। মালাউইর প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা মঙ্গলবার জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন। রাষ্ট্রপতির কার্যালয় ও মন্ত্রিপরিষদের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়।

';l,n

বিবৃতিতে বলা হয়, সোমবার সকালে মালাউইর রাজধানী লিলংওয়ে থেকে সামরিক বিমানটি উড্ডয়নের পর ভয়াবহ দুর্ঘটনায় দুর্ভাগ্যজনকভাবে বিমানের সব আরোহী নিহত হয়েছেন। বিমানে থাকা সাউলোস চিলিমা এবং অন্যরা মালাউইর সাবেক অ্যাটর্নি জেনারেলের শেষকৃত্যে যোগ দিতে যাওয়ার সময় তাদের বিমানটি রাডার থেকে নেমে যায়।

বিমান ট্রাফিক কর্মকর্তারা জানিয়েছেন, দৃশ্যমানতা কম থাকায় বিমানটি লিলংওয়ে থেকে প্রায় ২০০ মাইল উত্তরে এমজুজু বিমানবন্দরে অবতরণ করতে পারেনি এবং বিমানটি নিখোঁজ হওয়ার সময় পাইলটকে রাজধানীতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।

Add 1