নিজস্ব সংবাদদাতা: আজ মধ্যপ্রদেশের বিধানসভায় পেশ করা হবে ২০২৪-২০২৫ অর্থবর্ষের বাজেট। এই সম্পর্কে, বিজেপি নেতা জগদীশ দেবদা বলেছেন, "এটি জনগণের বাজেট, জনগণের জন্য উত্সর্গীকৃত। মধ্যপ্রদেশ সরকার মুখ্যমন্ত্রী মোহন যাদবজির নেতৃত্বে খুব ভালোভাবে চলছে এবং ক্রমাগত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে।
আজ আমরা খুশি যে ২০২৪-২৫ সালের বাজেট পেশ করা হবে। এটি জনগণের জন্য, তাই আমরা এই ঐতিহ্যটি পালন করেছি যে বাজেটের আগে আমরা জনগণের কাছ থেকে পরামর্শ নিয়েছি। আমরা বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদেরও ডেকেছিলাম।
অবশ্যই সেসব বিষয় নিয়ে আলোচনার পর আমরা সেই অর্থবহ পরামর্শগুলোকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি। এই বাজেট নারী, যুবক, কৃষক ও দরিদ্র শ্রেণির প্রয়োজনের কথা ভেবে পরিকল্পনা করা হয়েছে।"