নিজস্ব সংবাদদাতাঃ ২০২৩ সাল শেষ হতে আর মাত্র কটা দিন বাকি রয়েছে। এই সালে এমন কিছু ভালো স্মৃতি রয়েছে যা হয়তো সারা জীবন আমাদের মনে থেকে যাবে। আবার এমন কিছু ঘটনা ঘটেছে যা আমাদের মনকে ব্যথিত করে তোলে। এই বছরে আমরা এমন অনেক বিশিষ্ট ব্যক্তিদের তথা বিশিষ্ট নক্ষত্রদেরকে হারিয়েছি, যা আমাদের ভারতীয়দের কাছে হৃদয়বিদারক। আসুন এক ঝলকে দেখে তাদের এক তালিকা।
সুমিত্রা সেন, (প্রবীণ রবীন্দ্রসংগীত প্রতিবেদক) – বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ৩ জানুয়ারী ৮৯ বছর বয়সে প্রয়াত হন।
কেশরী নাথ ত্রিপাঠী (পশ্চিমবঙ্গ ও বিহারের প্রাক্তন রাজ্যপাল) - বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ৮ জানুয়ারী ৮৮ বছর বয়সে প্রয়াত হন।
নব কিশোর দাস (স্বাস্থ্য মন্ত্রী, ওড়িশা রাজ্য সরকার)- ২৯ জানুয়ারি আততায়ির গুলিতে ৬১ বছর বয়সে মারা যান।
শান্তি ভূষণ (১৯৭৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত আইন ও বিচার মন্ত্রকের পদে অধিষ্ঠিত ভারতের আইনমন্ত্রী) - বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ৩১শ জানুয়ারী ৯৭ বছর বয়সে প্রয়াত হন।
নন্দমুরি তারাকা রত্ন (তেলেগু চলচ্চিত্র অভিনেতা) – অসুস্থতার কারণে ১৮ ফেব্রুয়ারি ৩৯ বছর বয়সে প্রয়াত হন।
সতীশ কৌশিক (বলিউড ফিল্ম অভিনেতা ও পরিচালক) - হার্ট অ্যাটাকের কারণে ৯ মার্চ ৬৭ বছর বয়সে প্রয়াত হন।
সেলিম দুরানি (প্রাক্তন ভারতীয় ক্রিকেটার) – অসুস্থতার কারণে ২ এপ্রিল ৮৮ বছর বয়সে প্রয়াত হন,।
কেশুব মাহিন্দ্রা (মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান ইমেরিটাস) – বার্ধক্যজনিত কারণে ১২ এপ্রিল ৯৯ বছর বয়সে প্রয়াত হন।
প্রকাশ সিং বাদল (পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী) - বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ২৫ এপ্রিল ৯৫ বছর বয়সে প্রয়াত হন।
শ্রীচাঁদ পরমানন্দ হিন্দুজা (হিন্দুজা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান।) - অসুস্থতার কারণে ১৭ মে ৮৭ বছর বয়সে প্রয়াত হন।
আদিত্য সিং রাজপুত (হিন্দি টিভি সিরিয়াল অভিনেতা) - অজানা কারণে ২২ মে ৩২ বছর বয়সে প্রয়াত হন।
বৈভবী উপাধ্যায় (হিন্দি টেলিভিশন সিরিয়াল অভিনেত্রী) – ২২ মে ৩৯ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় প্রয়াত হন।
নীতেশ পান্ডে (টেলিভিশন এবং বলিউড অভিনেতা) – ২৪ মে হৃদরোগে আক্রান্ত হয়ে ৫০ বছর বয়সে প্রয়াত হন।
সুলোচনা লাটকার (বলিউড অভিনেত্রী) – বার্ধক্যজনিত স্বাস্থ্য সমস্যার কারণে ৪ ঠা জুন ৯৫ বছর বয়সে প্রয়াত হন।
গুফি পেন্টাল (বলিউড এবং টেলিভিশন অভিনেতা) - অসুস্থতার কারণে ৫ জুন ৭৮ বছর বয়সে প্রয়াত হন।
মঙ্গল সিং ঢিলন (বলিউড অভিনেতা) – ক্যান্সারের কারণে ১১ জুন ৬৮ বছর বয়সে প্রয়াত হন।
ওমেন চান্ডি (কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী) - দীর্ঘ অসুস্থতার কারণে ১৮ জুলাই ৭৯ বছর বয়সে প্রয়াত হন।
সতিন্দর কুমার খোসলা ওরফে বীরবল (বলিউডের বিখ্যাত অভিনেতা) - বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ১২ সেপ্টেম্বর ৮৫ বছর বয়সে প্রয়াত হন।
এম এস স্বামীনাথন (সবুজ বিপ্লবের মহান ভারতীয় বিজ্ঞানী) – বার্ধক্যজনিত কারণে ২৮ সেপ্টেম্বর ৯৮ বছর বয়সে প্রয়াত হন।
বিশান সিং বেদী (প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক) - দীর্ঘ অসুস্থতার কারণে ২৩শ অক্টোবর ৭৭ বছর বয়সে প্রয়াত হন।
পৃথ্বী রাজ সিং ওবেরয় (ভারতের তৃতীয় বৃহত্তম হসপিটালিটি চেইন, ওবেরয় গ্রুপের নির্বাহী চেয়ারম্যান) - বার্ধক্যজনিত কারণে ১৪ নভেম্বর ৯৪ বছর বয়সে প্রয়াত হন।
সুব্রত রায় (সাহারা ইন্ডিয়া পরিবারের প্রতিষ্ঠাতা) - দীর্ঘ অসুস্থতার কারণে ১৪ নভেম্বর ৭৫ বছর বয়সে প্রয়াত হন।
দীনেশ ফাডনিস (হিন্দি টিভি সিরিয়াল অভিনেতা) – লিভার সম্পর্কিত অসুস্থতার কারণে ৪ ডিসেম্বর ৫৭ বছর বয়সে প্রয়াত হন।