নিজস্ব সংবাদদাতা: রাত পোহালেই বহু প্রতীক্ষিত ফলাফলের ঘোষণা। ২০২৪ লোকসভা ভোটের পাল্লা ভারী হতে চলেছে কার দিকে, তা জানতে এখন মরিয়া গোটা দেশ। এবার প্রথম থেকেই বলা হয়েছিল, হাইভোল্টেজ ভোট হতে চলেছে ২০২৪ লোকসভা নির্বাচন। সেই অনুযায়ী, সাত দফা নির্বাচনও হয়েছে গুরুত্বের সাথে। আর এবার পালা ফলাফলের।
যা জানা যাচ্ছে, রীতি অনুযায়ী, প্রথমে পোস্টাল ব্যালটের গণনা হবে। ৩ লক্ষেরও বেশি পোস্টাল ব্যালট জমা পড়েছে মোট ৪২টি কেন্দ্রে। অতএব সেগুলির গণনা শেষে খানিকটা বোঝা যাবে ফলাফলের হাওয়া কোনদিকে বইছে।
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, কোচবিহার লোকসভার অন্তর্গত শীতলকুচি ৩১০ নম্বর বুথ ও দিনহাটা ৩১৮ নম্বর বুথে সবথেকে বেশি ২৩ রাউন্ড গণনা হবে। দার্জিলিং লোকসভার চোপড়ার ২৫১ নম্বর বুথে গণনা হবে সবথেকে কম ৯ রাউন্ড। এছাড়া অন্যান্য কেন্দ্রের, ভোটের হার দেখে গণনা পর্ব এগোবে বলেই জানা যাচ্ছে।