নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ২৮ নম্বর ওয়ার্ডের নামো সগরভাঙা জয় বালাজি গ্রুপের ৪ নম্বর ইউনিটে রাজনৈতিক দলগুলিই শ্রমিক স্বার্থে কিছু না কিছু আন্দোলন করেই থাকে। আজ সিটুর শ্রমিক সংগঠন শ্রমিকদের পিএফ, ইএসআই,অবসরপ্রাপ্ত শ্রমিকদের সময়ে গ্রাচিউটি প্রদান সহ বহিরাগত শ্রমিকদের নিয়োগের পরিবর্তে স্থানীয় যোগ্যদের নিয়োগের দাবি জানানো হয় সিটুর পক্ষ থেকে। কর্মরত শ্রমিকদের সুরক্ষার দাবিও করা হয়। কারখানার গেটের সামনে প্রায় ঘন্টা তিনেক বিক্ষোভ দেখান সিটুর কর্মীরা।
জেলা সিটুর যুগ্ম সম্পাদক সিদ্ধার্থ বোস জানান, " চূড়ান্ত গাফিলতি চলছে এই কারখানায়। শ্রমিকরা তাঁদের নায্য পাওনা থেকে বঞ্চিত। বহিরাগত শ্রমিক নিয়োগ চলছে ম্যানেজমেন্ট ও তৃণমূলের আঁতাতে। শ্রমিক সুরক্ষাও উপেক্ষিত। "