ভয়াবহ সড়ক দুর্ঘটনা! সব শেষ, ছড়িয়ে ছিটিতয়ে দেহ, নিহত ৪, আহত বহু

লিবিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
accident1

file pic

নিজস্ব সংবাদদাতাঃ লিবিয়ার এক মন্ত্রী জানিয়েছেন, দেরনায় ভয়াবহ বন্যার পর লিবিয়ায় পাঠানো গ্রিসের মানবিক সহায়তা দলের চার সদস্য রবিবার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলীয় প্রশাসনের স্বাস্থ্যমন্ত্রী ওসমান আবদেলজালিল সাংবাদিকদের বলেন, 'দলটি বেনগাজি থেকে ৩০০ কিলোমিটার (১৮৫ মাইল) পূর্বে দেরনা যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।' 

লিবিয়ার স্বাস্থ্যমন্ত্রী বলেন, "লিবিয়ার একটি পরিবারকে বহনকারী একটি গাড়ির সঙ্গে গ্রিসের মানবিক সহায়তা দলের গাড়িটির সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে গাড়িতে থাকা তিনজন নিহত ও দুইজন গুরুতর আহত হন।" 

স্বাস্থ্যমন্ত্রী জানান, 'গ্রীক সাহায্য দলটি ১৯ জন সদস্য নিয়ে গঠিত ছিল। এদের মধ্যে চারজন মারা গেছেন এবং বাকি ১৫ জন আহত হয়েছেন। আটজনের অবস্থা স্থিতিশীল এবং বাকি সাতজনের অবস্থা আশঙ্কাজনক।' 

গ্রিসের জেনারেল স্টাফ অব ন্যাশনাল ডিফেন্স রবিবার রাতে এক বিবৃতিতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করলেও নিহতের সংখ্যা ভিন্ন বলে জানিয়েছে।